আসছে তাহমিনা শিল্পীর ‘লাল লিপস্টিক’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তাহমিনা শিল্পীর গল্পগ্রন্থ ‘লাল লিপস্টিক’। বইটির প্রচ্ছদ করেছেন মনিরুজ্জামান পলাশ। প্রকাশ করছে প্রতিভা প্রকাশ।

লাল লিপিস্টিক গল্পগ্রন্থের মূল বিষয় নারী ও জীবন। প্রেম, বিরহ, সুখ-দুঃখসহ সম্পর্কের নানা দিক নিয়ে লেখা হয়েছে গল্পগুলো। ভিন্ন স্বাদের ১৬টি গল্পের ৫ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

তাহমিনা শিল্পী একাধারে কবি, কথাশিল্পী, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। ১৯৭৭ সালের ২ নভেম্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলা সদরে জন্মগ্রহণ করেন। বর্তমানে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনে কর্মরত।

আরও পড়ুন: আসছে মারুফ রুসাফীর নতুন বই 

তাহমিনা শিল্পীর অন্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে’, ‘প্রণয়ের জলবাড়ি’, ‘টেরাকোটায় আঁকা পৌরাণিক প্রেম’ ও ‘ওত পেতে আছে মাতাল জোছনা’।

গল্পগ্রন্থ ‘হৃদয়পুরের চুপকথা’, ‘আলতাদিঘির লালটিপ’, ‘আধ পাগলা জাকির হোসেন’। সম্পাদিত গল্পগ্রন্থ ‘বুনো বাতাসের গল্প’।

শিশুতোষ গল্পগ্রন্থ ‘তমালের সুন্দরী হাঁস’, ‘পুষ্পিতা ও নীল প্রজাপতি’, ‘খরগোশ ছানা ও বুদ্ধিমান টুনটুনি’, ‘অর্পণ ও কাঠবিড়ালি’।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।