গৌহাটিতে রাম মাধবের ‘পার্টিশন্ড ফ্রিডম’র মোড়ক উন্মোচন
ভারতীয় জনতা পার্টির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ইন্ডিয়া ফাউন্ডেশনের গর্ভানিংবডির প্রতিষ্ঠাতা সদস্য রাম মাধবের সর্বশেষ প্রকাশিত গ্রন্থ ‘পার্টিশন্ড ফ্রিডম’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম গৌষ্ঠির উদ্যোগে সম্প্রতি আসামের রাজধানী গৌহাটির একটি অভিজাত হোটেলে এ মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের গভর্নর গুলাব চান্দ কাটারিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান এবং সম্প্রীতি বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
তিনি গুলাব চান্দ কাটারিয়া ও রাম মাধবকে বাংলাদেশের পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা পৌছে দেন। অনুষ্ঠানে গভর্নর অধ্যাপক স্বপ্নীলকে বিশেষ সন্মাননা স্মারক প্রদান করেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্যতিক্রম গোষ্ঠির উপদেষ্টা অমরেশ রায়।
প্রধান অতিথির বক্তব্যে গুলাব চান্দ কাটারিয়া বাস্তব ইতিহাস ভিত্তিক একটি বই রচনার জন্য লেখক রাম মাধবকে অভিনন্দন জানান।
সভায় বইটির লেখক রাম মাধব জানান, তার এ বই লেখার মুল উদ্দেশ্যই হচ্ছে পাঠকদের ভারত ভাগের প্রকৃত ইতিহাস সম্বন্ধে জানানো।
এমআইএইচএস/জিকেএস