এবারের মেলায় বই বিক্রিতে রেকর্ড


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে গ্রন্থমেলায় এবার মোট ৪২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এতে বিগত দিনের সকল রেকর্ড অতিক্রম করেছে। গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ অায় করেছেন প্রকাশকরা। সোমবার বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

৪২ কোটি টাকার মধ্যে বাংলা একাডেমি বিক্রি করেছে ১ কোটি ৫০ লাখ টাকা। অন্য সবগুলো প্রকাশনা সংস্থার বিক্রি ৪০ কোটি ৫০ লাখ টাকার বই।

গতবছর অর্থাৎ, ২০১৫ সালের মেলায় বিক্রি হয় ২১ কোটি ৯৫ লাখ টাকা। গতবছরের তুলনায় এবছর বেশি বিক্রি হয়েছে ২০ কোটি ৫ লাখ টাকার বই। এর আগের বছর অর্থাৎ, ২০১৪ সালের মেলায় প্রায় ১৬ কোটি টাকার বই বিক্রি হয়।এবারের মেলায় ৩ হাজার ৪শ ৪৪টি বই বিক্রি হয়েছে।

এএসএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।