বইমেলায় আল নোমান শামীমের দুটি বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে আল নোমান শামীমের দুটি বই। বই দুটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। বই দুটি মেলায় প্রকাশনীর স্টল ও বইফেরী ডটকমে পাওয়া যাচ্ছে।

‘কোনো এক আপন জ্যোৎস্নায়’ তার কবিতার বই। বইটির মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। অন্যটি ‘বাঙালীর ছায়াবৃক্ষ’ সম্পাদিত বই। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

আল নোমান শামীম নামে পরিচিত হলেও বৈষয়িক নাম আব্দুল্লাহ আল নোমান। উচ্চশিক্ষা নেওয়ার সুবাদে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে গত প্রায় দুই দশকেরও বেশি সময় অবস্থান করছেন সেখানে।

আরও পড়ুন: রাজনটীর যুগপূর্তি সংস্করণ ও কয়েকজন দেহ 

আল নোমান শামীম সিডনি থেকে প্রকাশিত মাসিক ‘মুক্তমঞ্চ’ পত্রিকার সম্পাদক। অস্ট্রেলিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘একুশে একাডেমি অস্ট্রেলিয়া’র অন্যতম প্রতিষ্ঠাতা।

কৈশোর ও প্রথম যৌবনে বাম আন্দোলনের সঙ্গে যুক্ত কবি ক্রমাগত বিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন। লেখকের কবিতা, প্রবন্ধ ও সম্পাদনার উপর ৬টি প্রকাশনা রয়েছে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।