সুমন মিয়ার কাব্যগ্রন্থ ‘মনের দেয়ালে আঁকা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলায় আসছে তরুণ কবি মো. সুমন মিয়ার ২য় কাব্যগ্রন্থ ‘মনের দেয়ালে আঁকা’। বইটি প্রকাশ করছে নব সাহিত্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন কারুধারা। বইটির প্রি-অর্ডার চলছে। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

জানা যায়, এবারের বইমেলায় তার দুটি বই প্রকাশ হবে। তার মধ্যে একটি কিশোর উপন্যাস ‘ভার্সিটি চান্স’। দুটি বই নিয়েই বেশ আশাবাদী লেখক। মোট ৫২টি কবিতা দিয়ে সাজানো হয়েছে কাব্যগ্রন্থটি।

মো. সুমন মিয়া বলেন, ‘কাব্যগ্রন্থটি নিয়ে আমি বেশ আশাবাদী। আমার প্রথম কাব্যগ্রন্থ ‘গহীনে শব্দ’ প্রকাশ হয়েছিল গত বছর। পাঠকের আগ্রহ ও যথাযথ মূল্যায়ন আমাকে অনুপ্রেরণা দিয়েছে। এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।’

কুমিল্লার চান্দিনা উপজেলায় বেড়ে ওঠা মো. সুমন মিয়া চাকরিজীবী। পাশাপাশি লেখালেখি করেই মনের প্রশান্তি অনুভব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন বিভাগ থেকে মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর উচ্চতর ডিগ্রিসহ এমবিএ ও ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন।

বর্তমানে তিনি বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে ‘ডাক বাংলা সাহিত্য একাডেমি সম্মাননা স্মারক’ দেওয়া হয়।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।