দেখার মধ্যেই আছে বাংলা একাডেমি
অমর একুশে বইমেলার এক তৃতীয়াংশ সময় (দশমদিন) বুধবার পার হলেও এখনো প্রস্তুত হয়নি মিডিয়া সেন্টার। তবে মেলার প্রথমদিন থেকে বাংলা একাডেমির ‘দেখতেছি’ সুর এখনো অব্যাহত রয়েছে। মেলা শুরুর প্রথমদিন থেকেই মেলার আয়োজক কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের ‘দেখতেছি’ সুর দিয়ে আসছেন।
সর্বশেষ মেলার অষ্টমদিনে (সোমবার) মেলার সার্বিক বিষয় নিয়ে বলতে গিয়ে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘পরশু দিনের (বুধবার) মধ্যে মিডিয়া সেন্টারের কাজ শেষ হয়ে যাবে। ওইদিন থেকে ব্যবহার করা যাবে।’
কিন্তু এদিন (বুধবার) সরেজমিনে দেখা যায়, এখনো চলছে মিডিয়া সেন্টারের কাজ। শুধু চারদিকের পাটিশনসমূহ করা হয়েছে। আর ভিতরে জ্বলছে দুটি লাইট। নেই কোনো চেয়ার বা বসার আসন। ওয়াইফাই সংযোজনও নেই। ফলে মিডিয়া কর্মীদের বিড়মন্বনায় পড়তে হচ্ছে। বাংলা একাডেমি মেলা শুরুর আগে বিভিন্ন স্টলকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে বললেও ব্যতিক্রম ছিল নিজেদের কার্যক্রম।
এদিনও জানতে চাইলে অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ এর সদস্য সচিব জালাল আহমেদ জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি আমি দেখতেছি। কিছুক্ষণ পর আপনাকে কল দিচ্ছি।’ কিন্তু দু’মিনিট পরে আবার কল দিয়ে বলেন, ‘মিডিয়া সেন্টারে গেছেন আজ?’ যাওয়া হয়েছে উত্তর শোনে বলেন, ‘কি দেখেছেন আজ?’ দুটি লাইট জ্বলছে। নেই কোনো চেয়ার, এমন উত্তর পেয়ে আবার বললেন, ‘আচ্ছা আমি বিষয়টি দেখছি।’
এএসএস/এমএইচ/একে/আরআইপি