সামরিক জান্তার জবাবেই বইমেলার যাত্রা
সামরিক সরকারের শাসন ব্যবস্থার জবাব দিতেই অমর একুশে বইমেলার যাত্রা শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
সোমবার বিকেলে বাংলা একাডেমির সভাকক্ষে এক সংবাদ সম্মলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, কোনো সামরিক সরকার-ই চায় না, সমাজে শিল্প সাহিত্যের চর্চা হোক। মানুষ মুক্তচিন্তার চর্চা করে অশুভ শক্তিকে পরাভূত করতে পারে এমন ভয় থেকেই সামরিক শাসকেরা সর্বপ্রথম শিল্প-সাহিত্যের ওপরে আঘাত হানে।
তিনি বলেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে ১৯৮৩ সালে বইমেলা করার উদ্যোগ নেয়া হলেও ওই সময় ছাত্রদের মিছিলের ওপর সরকার গুলি চালায় বলে তা সম্ভব হয়নি। এর পরের বছর ১৯৮৪ সালে আমরা বইমেলা করার উদ্যোগ নেই এবং সফলও হই বটে। মূলত সামরিক জান্তার স্বৈরনীতির জবাব দিতেই বইমেলার আয়োজনের মধ্য দিয়ে বিশেষ চেতনার জন্ম লাভ করে।
অনেক বাধা পেরিয়ে বইমেলার আজকের এই রূপ উল্লেখ করে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, মেলাকে আজকের এই বিশাল পরিসরে আনতে অনেক সৃজনশীল মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।
মুক্তচিন্তার মধ্য দিয়েই শোষনহীন সমাজ গড়তে হবে উল্লেখ করে তিনি বলেন, বই-ই দিতে পারে মানুষের মুক্তির ঠিকানা।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসএস/একে/পিআর