ধুলামুক্ত বইমেলা


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

প্রাণের মেলায় শুরু থেকেই ধুলাবালিতে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করলেও ৭ম দিনে এসে বদলে গেছে সে চিত্র। মেলা শুরুর আগে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে পানি ছিটিয়ে দেয়ার কারণে পরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছিল এদিন বইমেলায়।

এর আগে এবারের বইমেলাকে ধুলামুক্ত রাখার ঘোষণা দেয়া হলেও গত ছয় দিনে কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে সোহরাওয়ার্দী উদ্যানে পানির গাড়ি ভেতরে প্রবেশে জটিলটার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় মেলা কর্তৃপক্ষ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রোববার দুপুরে মেলা শুরুর আগেই বাংলা একাডেমি প্রাঙণ ও সোহরাওয়ার্দী উদ্যানে পানি ছিটিয়ে দেয়া হয়েছে। ফলে ৭ম দিনে স্বস্তি নিয়ে মেলায় সময় কাটিয়েছেন বইপ্রেমীরা।

মেলায় নিয়মিত আসেন এমন একজন বইপ্রেমী আহমেদ নুর জাগো নিউজকে জানান, ধুলাবালির কারণে গত কয়েকদিনে স্বস্তি নিয়ে মেলায় সময় কাটাতে পারিনি। তবে আজ পরিবেশ কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছে। ধুলাবালি মুক্ত রাখতে কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান জানান, ধুলাবালি মুক্ত রাখতে মেলা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মেলাকে সফলতায় রূপ দিতে নিরাপত্তাসহ অন্যান্য বিষয়গুলোর প্রতিও গুরুত্ব দেয়া হচ্ছে।

এমএম/এমএইচ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।