মাহবুবুল হক শাকিলের ‘মন খারাপের গাড়ি’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
অমর একুশে বইমেলার ৬ষ্ঠ দিনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের গাড়ি’ বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে।
শনিবার বিকালে বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, শিশু একাডেমির পরিচালক কথাসাহিত্যিক সেলিনা হোসেন, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক ফখরুল আলম প্রমুখ।
বইটি সম্পর্কে কবি মাহবুবুল হক শাকিল বলেন, ‘মন খারাপের গাড়ি’ গ্রন্থের কবিতাগুলো মূলত নিজের সঙ্গে নিজের কথোপকথন। এগুলো কতটা কবিতা হয়ে উঠেছে জানি না। পাঠকই এর মূল্যায়ন করবেন।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। ধ্রুব এষের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন।
এসইউ/এএইচ/আরআইপি