জমে উঠেছে শিশু কর্নার
শিশুদের হৈ-হুল্লোড় আর চিৎকার-চেচামেচিতে মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলার শিশু কর্নার। টানা চার দিন পর এ এলাকায় লোক সরগম কম থাকলেও পঞ্চম দিনে (শুক্রবার) জমে উঠেছে শিশু কর্নার। শিশু-কিশোর ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সকাল ১১টা থেকে শিশু প্রহর শুরু পর থেকেই মুখর এটি। স্বস্থি ফিরেছে প্রকাশকদের মুখেও।
মেলার পঞ্চম দিনে সোহরাওয়ার্দী উদ্যানের শিশু কর্নার ঘুরে এমন চিত্র দেখা যায়। শিশু কর্নারের শিশু চত্বর নামে শিশুদের জন্য আলাদা বিনোদন কেন্দ্র তৈরি করেছে সিসিমপুর। শিশু চত্বরে শিশুরা বিভিন্ন রকমের খেলা ধুলা করতে দেখা যায়। শিশুদের হৈ-হুল্লোড়, চিৎকার-চেচামেচিতে মুখর হয়ে উঠেছে এ এলাকা। আয়োজকরা বলেন, শিশুদের বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন।
মিনহাজ উদ্দিন আবির নামে আয়োজক কর্তৃপক্ষের একজন জাগো নিউজকে বলেন, শিশুদের বিনোদনের জন্য প্রতি বছর এটির আয়োজন করা হয়। প্রতিবার বাংলা একাডেমিতে করা হলেও এবার এটির আয়োজন করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা একাডেমির সাথে কথা বলে এখানে এর আয়োজন করছি।
এদিকে শিশু কর্নানের প্রকাশনাগুলোতেও শিশুদের ভিড় লক্ষণীয়। শিশুরা কিনছেন, টুকটুকি যখন বড় হবে`, ব্যাঙের ডিম, ব্যাঙের ছানা`, দুঃখী কাঠবিড়ালী`, ছবি ছড়ায় বঙ্গবন্ধু`সহ নানা ধরণের বই।
নশীন আঞ্জুম জিনিয়া নামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাগো নিউজকে জানান, মেলায় এসে ভালো লাগছে। দুটি বই কিনবো এখনো কিনিনি।
এর আগে সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এমএইচ/এআরএস/আরএস/আরএস