তানজিল রিমনের গল্পগ্রন্থ ‘মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা’


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তানজিল রিমনের গল্পগ্রন্থ ‘মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা’। বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন লেখক নিজেই। বইটিতে শিশু-কিশোরদের জন্য ভিন্ন ধরনের মোট ছয়টি ছোটগল্প রয়েছে। এসব হলো- পড়াগুলো হারিয়ে যায় বইয়ের পাতার ভাঁজে ভাঁজে, পিকলুর অ্যাকুরিয়াম, ভয়ংকর ভয়,  ঝুমা কাজল ও মিনির গল্প, ভূত গবেষণা ইনস্টিটিউট এবং মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা।

‘মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা’ লেখকের প্রথম গল্পগ্রন্থ। বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা। পাওয়া যাচ্ছে মেলায় সাহস পাবলিকেশন্সের ৩৭৫ নম্বর স্টলে।

‘মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা’ বইটি ছাড়াও মেলায় পাওয়া যাচ্ছে লেখকের আরও তিনটি বই। এগুলো হলো শিশুতোষ রচনা ‘তোমার সঙ্গে আড়ি’, কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপটেন’ ও ছড়া-কবিতার ‘এক তালি ভাই বল্টু’। বইগুলো যথাক্রমে ২০১৫, ২০১৩ ও ২০১২ সালের বইমেলায় প্রকাশিত হয়। এর মধ্যে ২০১৩ সালে প্রকাশিত লেখকের ‘আমাদের ক্লাস ক্যাপটেন’ বইটি ব্যাপক সাড়া জাগায় এবং মেলায় প্রথম সংস্করণ শেষ হয়ে যায়। এখন এর দ্বিতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে।

তানজিল রিমন ছোটদের নিয়ে কাজ করছেন। গ্রামে গড়ে তুলেছেন ‘ফুটতে দাও ফুল’ নামে একটি শিশু-কিশোর সংগঠন। লেখালেখি করছেন ছোট থেকেই। স্কুলে পড়ার সময় থেকেই ফটোকপি করে ছোটদের জন্য পত্রিকা বের করতেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগে। তবে পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতাকে।

নতুন বই সম্পর্কে তানজিল রিমন বলেন, ‘আমি সাধারণত ছোটদের জন্য লেখার চেষ্টা করছি। ছোটদের চিন্তা-ভাবনাগুলোকে তাদের মতো করে তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিটি গল্পের ধারণা কোনো না কোনো সময় ছোটদের কাছ থেকে পাওয়া এবং সেগুলো নিয়ে তাদের চিন্তা ও আমার চিন্তার প্রতিফলনই এসব গল্প। আশা করছি গল্পগুলো ভালো লাগবে’।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।