তুহিনের ‘থমকে গেছে প্রেম’ বই মেলায়


প্রকাশিত: ০১:০৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

কবি ও সাংবাদিক এমদাদুল হক তুহিনের প্রথম কাব্যগ্রন্থ ‘থমকে গেছে প্রেম’ আসছে অমর একুশে বইমেলায়। র‌্যামন পাবলিশার্স থেকে প্রকাশিত বইটি সর্বমহলে সমাদৃত হবে বলে দাবি করছে প্রকাশনা সংস্থা। বইটির প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। অমর একুশে গ্রন্থমেলায় ১৯৭ ও ১৯৮ নম্বর স্টলে বইটি ৭ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে।

৫৪টি কবিতা দিয়ে সাজানো হয়েছে কবির প্রথম কাব্যগ্রন্থ। বইটির সার্বিক সফলতা নিয়ে বেশ আশাবাদী প্রকাশক সৈয়দ রহমত উল্লাহ।

Tuhin-Top তিনি বলেন, ওর কবিতা যথেষ্ট মানসম্পন্ন, এছাড়া এই তরুণ কবির প্রথম কাব্যগ্রন্থ নিয়ে ব্যক্তিগতভাবে আমি বেশ আশাবদী। নিজের প্রথম কাব্যগ্রন্থ, প্রথম সন্তান নিয়ে কবি নিজেও বেশ আশাবদী।

কবি এমদাদুল হক তুহিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইজবাড়ি গ্রামে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। লেখাপড়ার শুরু সবুজে ঘেরা নিজ গ্রামেই। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে ২০০৬ সালে অর্থনীতি বিষয়ে অনার্স জীবন শুরু করেন সরকারি তিতুমীর কলেজে। তিতুমীর কলেজ থেকেই অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন তরুণ এই কবি।

কবিতা দিয়েই লেখালেখির শুরু তবে পেশায় সাংবাদিক, কর্মরত আছেন দৈনিক জনকন্ঠে।

কবিতা-গল্প ছাড়াও সমসাময়িক বিষয়ের উপর মতামত বিশ্লেষণধর্মী লেখায় রয়েছে কবির হৃদয়ে তারুণ্যের ছাপ। জনকন্ঠ ছাড়াও লিখে চলছেন জাতীয় পত্রিকাসহ কয়েকটি অনলাইন পোর্টালে। কবির কবিতায় ওঠে এসেছে ব্যক্তি জীবনে চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব, প্রেম-ভালোবাসা-বিরহের সংঘাত।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।