স্টলের কাজ শেষ করতে তাগাদা, না হলে ব্যবস্থা


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলা শুরুর পর দুদিন পেরিয়ে গেছে, তারপরও অনেকে স্টলের কাজ শেষ করে উঠতে পারেনি। স্টলের কাজ শেষ করতে তাদের আরো একদিন সময় দিয়েছে মেলার আয়োজক বাংলা একাডেমি। একাডেমি বলছে, মঙ্গলবারের মধ্যে স্টলের কাজ শেষ না করলে বুধবারে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মেলার দ্বিতীয় দিনেও দেখা গেছে অনেক স্টলে সাজসজ্জার কাজ চলছে। কয়েকটি স্টল আবার কাজ শুরুই করতে পারেনি। এমন স্টলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ রাইরার্স ফিল্ড, বাংলাদেশ কো-অপারেটিভ বুথ সেন্টার, দেশ পাবলিকেশন্সসহ কয়েকটি মিডিয়ার স্টলও।

অন্যদের সতর্ক করলেও দেখা গেছে, বাংলা একাডেমির মিডিয়া সেন্টার ও সোহরাওয়ার্দী উদ্যানে শৌচাগারের কাজই এখনো শেষ হয়নি। সৌচাগারের কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে, তৃতীয় দিন তথা বুধবারের মধ্যে মিডিয়া সেন্টার ও শৌচাগারের কাজ হয়ে যাবে।  

এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জাগো নিউজকে বলেন, যারা এখনো স্টলের কাজ শেষ করেননি তাদের মঙ্গলবারের মধ্যে কাজ শেষ করার তাগিদ দিয়েছি। বুধবারের মধ্যে স্টলের কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।

এমএম/ এমএইচ/ এনএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।