রূপকথা রুবির কাব্যগ্রন্থ `বিভাময় অরুন্ধতী`


প্রকাশিত: ০৫:০০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

রূপকথা রুবি বর্তমান প্রজন্মের সাহিত্য অঙ্গনে একটা আলোকিত নাম, একজন প্রতিশ্রুতিশীল কবি। তার লেখায় প্রেম, প্রকৃতি, আবেগ -অনুভূতি, প্রাপ্তি -অপ্রাপ্তির সুখ -দুঃখ, আধ্যাত্ম, মানবতা, রাজনৈতিক প্রেক্ষাপট, দেশপ্রেম ও জীবনবাস্তবতার সবগুলো দিক অপূর্বভাবে সন্নিবেশ ঘটেছে। আর এখানেই কবি তার নৈপূণ্যতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

একুশে বইমেলা -২০১৬ তে প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ `বিভাময় অরুন্ধতী`। তার অগণিত পাঠকবৃন্দের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে তাঁর এই অপূর্ব সৃষ্টি প্রাপ্তির মাধ্যমে। তার কাব্যগ্রন্থ `বিভাময় অরুন্ধতী` প্রকাশ করেছে সাহিত্যকথা প্রকাশনী। পাওয়া যাচ্ছে এবারের একুশে বইমেলায় ২৯১ ও ২৯২ নম্বর স্টলে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।