এবার জমবে মেলা
বছর ঘুরে দুয়ারে এসেছে অমর একুশে বইমেলা। বাঙালি জাতিসত্ত্বার ধারক-বাহক একুশে বইমেলায় সর্বশ্রেণির মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মেতে ওঠে। মেলাকে কেন্দ্র করেই বইয়ের প্রকাশদের যত আয়োজন। লেখকরা প্রচারে আর প্রকাশকরা মুনাফায় নিরিখ বাধে একুশে বইমেলাকে সামনে রেখেই।
আয়োজন ভালো থাকলেও গত কয়েক বছরে রাজনৈতিক সহিংসতার ব্যবসা ভালো করতে পারেননি প্রকাশকরা। একবার অগ্নিকাণ্ড, অন্যবার ভারী বৃষ্টিতে লোকসান গুণতে হয়েছে প্রকাশকদের। গত বছরেও টানা-হরতাল অবরোধে পার করতে হয়েছে মেলার পূর্ণ সময়। শঙ্কা-আতঙ্ক ছিল মেলা এবং মেলার বাইরে। মেলার শেষ লগ্নে ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড সেই শঙ্কা যেন অনেকটাই বাস্তবে রূপ নেয়।
এবার রাজনৈতিক সহিংসতা নেই। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো মেলা প্রাঙ্গণ। মেলার বাইরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সঙ্গত কারণে বইয়ের প্রকাশকরা এবারের মেলা নিয়ে বেশ উচ্ছ্বসিত। প্রকাশকরা বলছেন, আপাতত যে পরিবেশ দেখছি, তাতে ব্যবসা ভালো হবে বলে আশা করি।
সময় প্রকাশন-এর সত্ত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, দেশের অবস্থা ভালো। বইমেলা ভালো হবে। সবদিক বিবেচনায় পজেটিভ আশা করছি। আমাদের প্রস্ততি শেষ পর্যায়ে। বইয়ের আনুষঙ্গিক কাজগুলো পুরোদমে চলছে।
তিনি বলেন, এবার ২১ তারিখের আগেই সব বই বের করতে চাই। বইমেলায় উপন্যাস, স্মৃতিকথা, গল্প মিলিয়ে প্রায় ৫০টির মতো বই বের হচ্ছে।
বেশ কয়েকবছর পর শান্ত পরিবেশে মেলা অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে অ্যার্ডন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন জানান, আশা করছি, এবার মেলায় প্রচুর দর্শকের সমাগম হবে। মেলা সুন্দর করে সাজানো হয়েছে। স্টলগুলোর সাজেও বৈচিত্র্য এসেছে।
অনিন্দ্য প্রকাশনীর প্রকাশক আফজাল হোসেনও একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, বাণিজ্য মেলায় উপচেপড়া ভিড় দেখছি। আশা করি বইমেলায়ও তেমনই ভিড় হবে। এবার আমাদের প্রকাশনা থেকে মেলায় ৮০ থেকে ৯০টি বই প্রকাশিত হবে।
মাওলা ব্রাদার্স-এর প্রকাশক আহমেদ মাহমুদুল হক বলেন, রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল। বিশাল কলেবরে বইমেলা হচ্ছে। বাংলা একাডেমির পরিচালক এবং সংস্কৃতিমন্ত্রীও আন্তরিকভাবে মেলা যেন সফল হয়ে ওঠে, সেই অর্থেই কাজ করছে। পূর্বের অভিজ্ঞতায় ভুল কাটিয়ে উঠে, সার্বিক অর্থে মেলা সফল হবে। আমরাও এমনটাই আশা করছি। মেলার মাঝামাঝি সময়ের মধ্যে আমাদের সব বই প্রকাশ করতে পারবো। সেই লক্ষ্যেই আমাদের বইয়ের যাবতীয় কাজও ঘুছিয়ে এনেছি।
এএসএস/বিএ