যেন বাঁধ ভাঙার অপেক্ষা


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

অপেক্ষার যেন শেষ হচ্ছে না। অধীর আগ্রহ নিয়ে হাজারো মানুষের দীর্ঘ প্রতিক্ষা। সবার মনে একই প্রশ্ন কখন উন্মুক্ত হবে বইমেলার গেট। কখন নতুন বইয়ের মোড়কের মনকাড়া গন্ধে নিজের মন রাঙাবো। দুপুরের পর থেকেই শাহবাগ, টিএসসি, দোয়য়েল চত্বর এলাকায় হাজার হাজার দর্শককে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

বিকেলে মেলার উদ্বোধন করতে বাংলা একাডেমিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দীর্ঘ সময় নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

এদিকে নিরাপত্তার কারণে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ ত্যাগ করলেই দর্শকের জন্য উন্মোক্ত করে দেয়া হয় অমর একুশে বইমেলা।

টিএসসি মোড়ে দাঁড়িয়ে থাকা আহম্মেদ হোসেন মোল্লা বলেন, দুপুরের পর থেকেই অপেক্ষা করছি। প্রধানমন্ত্রী চলে গেলেই আমরা ভিতরে প্রবেশ করতে পারব। মেলার প্রথম দিনেই প্রবেশ করছি, এই আনন্দে অপেক্ষার পালাও মধুর। অবশেষে বিকেল ৫টা ৩৬ মিনিটে প্রধানমন্ত্রী চলে গেলে তাদের অপেক্ষার অবসান ঘটে।

এএসএস/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।