শিশির মনিরের ‘পরীক্ষা হলে আতঙ্ক’


প্রকাশিত: ১২:১৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

শিশির মনিরের কিশোরগল্পের বই ‘পরীক্ষা হলে আতঙ্ক’ মেলায় পাওয়া যাচ্ছে। ১৭ বছর বয়সী তরুণ লেখক শিশির মনিরের প্রথম বই এটি। দশম শ্রেণিতে থাকাকালীন শিশুসাংবাদিকতার মধ্য দিয়ে লেখালেখিতে মনিরের পদাচারণা। এরপর শিশুসাহিত্য রচনার ইচ্ছে জাগে মনে। শুরু করেন শিশুকিশোর উপযোগী সাহিত্য রচনা। লিটল ম্যাগ, অনলাইন, স্থানীয় ও জাতীয় দৈনিকে সেগুলো নিয়মিত প্রকাশিত হতে থাকে। বাছাইকৃত দশটি ছোটগল্প নিয়ে প্রকাশিত হলো ‘পরীক্ষা হলে আতঙ্ক’ বইটি।

‘শিশুবান্ধব রাজ্য’ দিয়ে শুরু হওয়া বইয়ের শেষ গল্পটি ‘ছেলেধরা’। গল্পের নামগুলো খুবই সুন্দর। বিশেষত শিশু-কিশোর পাঠকদের জন্য আকর্ষণীয়। যেমন– স্কুল পলায়ন, ছেলেধরা, আমচোর, সেকেলে দাদু ইত্যাদি।

প্রত্যেকটি গল্পই আলাদা আলাদা। গল্পের সঙ্গে শুধু রসালো আনন্দ নয় শিক্ষণীয় বার্তা, অজানা তথ্য আর কিশোর মনের নানা ভাবনা সুস্পষ্ট প্রকাশ পেয়েছে।

গল্পগুলোতে গল্পের ছলে ছলে কোনোটিতে প্রকাশ পেয়েছে মুক্তিযোদ্ধের ইতিহাস, গ্রামীণ জনপদের সহজ-সরল জীবনযাত্রা আবার কোনোটিতে ধর্মীয় ও সামাজিক রীতিনীতির পরিচয়। ‘বিজুর চিঠি’ গল্পে দুই কিশোর যোদ্ধার রণাঙ্গনে বীরত্বগাঁথার গল্পের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে মুক্তিযোদ্ধের বিভীষিকাময় দিনগুলোর চিত্র। একই সঙ্গে দেশ স্বাধীন করার জন্য কিশোর মনে যুদ্ধে যাওয়ার আকুতি প্রকাশ পেয়েছে।

শিক্ষণীয় দিকগুলোও বাদ যায়নি। ‘স্কুল পলায়ন’ গল্পটিতে লেখক অত্যন্ত সুচারুভাবে স্কুল পলায়ন বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন। গল্পের নায়ক ‘সামির’ না বুঝে স্কুল পলায়ন করে এক মস্ত বিপদে পতিত হয়। মায়ের অসুস্থতার খবর জেনেও মা’কে দেখতে যেতে না পারার তীব্র আকুতি স্কুল পলায়নের প্রতি শিশুকিশোরদের অনাগ্রহী করে তুলবে।

বন্ধুরা মিলে আম চুরি করতে গিয়ে ভুল করে নিজ বন্ধুদের ফাঁসিয়ে দেওয়ার দৃশ্য ‘আম চোর’ গল্পটিতে। যা খুদে পাঠকদের শতভাগ আনন্দ দানে সক্ষম। এছাড়াও ‘ক্লাসরুমে রহস্য’ আর ‘ছেলেধরা’ গল্প দুটি রহস্যপ্রিয় ছোট্ট বন্ধুদের জন্য জন্য সুখপাঠ্য হবে।

তিন ফর্মার চমৎকার বাঁধাই আর ঝকঝকে প্রচ্ছদের সচিত্র বইটি প্রকাশ করেছে ‘নাগরী প্রকাশ’। ভূমিকা লিখেছেন এই সময়ের জনপ্রিয় শিশুসাহিত্যিক ও ছড়াকার জগলুল হায়দার। প্রচ্ছদ এঁকেছেন এন্টনি ফিরিঙ্গি। কালার পেপারে ছাপা বইটির প্রতিটি গল্পের সঙ্গে একাধিক অলংকরণ রয়েছে। আলংকরণ করেছেন টিটন কান্তি দাশ। প্রচ্ছদ মূল্য- ১৪০ টাকা। বাংলা একাডেমী বইমেলার পুরোসময় জুড়ে বইটি পাওয়া যাবে নাগরী প্রকাশের স্টলে। স্টল নং-৩৭৭ (সোহরাওয়ারদি উদ্যান)।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।