মেলায় ছবি এঁকে আয়
নিজেকে আঁকা ছবিতে অর্থাৎ চিত্রকর্মে দেখতে কে না ভালোবাসে? বইমেলায় যাওয়া শিল্প-সাহিত্যপ্রেমীদের অনেকে তো এমন চিত্রকর্মের ভক্ত। অনেকে নিজের পাশাপাশি প্রিয়জন-স্বজনেরও ছবি এঁকে বাঁধিয়ে রাখতে চান।
নিজের, বাবা-মা, সন্তান কিংবা প্রিয়জনের ছবি এভাবে এঁকে নেওয়ার সুযোগ আছে অমর একুশে গ্রন্থমেলায়। অঙ্কনশিল্পীর সামনে বসে অথবা ছবি দিয়ে এমন চিত্রকর্ম এঁকে নেওয়া যেতে পারে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় অঙ্কনশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিজের বা প্রিয়জনের ছবি আঁকিয়ে নিতে খরচ পড়ে ৫০০ থেকে ৭০০ টাকা।
অঙ্কনশিল্পী মো. রতন মৃধা বলেন, মেলায় অনেকে নিজের বা সঙ্গে নিয়ে আসা প্রিয়জনের ছবি আঁকান। কেউ আবার ছবি নিয়ে আসেন, এখানে সেটা অনুযায়ী আঁকানোর জন্য। কেউ কেউ ছবি দেখে ভালো লাগলে বেশি টাকাও দিয়ে যান।
মো. নিয়াজ নামের আরেক শিল্পী বলেন, ছবি এঁকে কোনো দিন দেড়-দুই হাজার টাকা আয় হয়, আবার কোনো দিন তেমন হয় না। অবশ্য ছুটির দিনে একটু বেশি টাকার কাজ হয়। তিন-চার হাজার টাকা আসে ছুটির দিনগুলোতে।
আরএসএম/এইচএ/জিকেএস