বইমেলায় ফৌজিয়া খাতুন রানার উপন্যাস ‘নিষিদ্ধ গল্প’
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে ফৌজিয়া খাতুন রানার উপন্যাস ‘নিষিদ্ধ গল্প’।
বইটি প্রকাশ করেছে স্বদেশ শৈলী প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। মুদ্রিত মূল্য ২৫০ টাকা মাত্র। বইটি অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে স্বদেশ শৈলীর ১১০নং স্টলে পাওয়া যাচ্ছে।
লেখক ফৌজিয়া খাতুন রানা তার ‘নিষিদ্ধ গল্প’ উপন্যাসটি রচনা করেছেন ইউরোপে বসবাসরত একটি বাংলাদেশি পরিবারের পটভূমিতে।
এতে লেখক ইউরোপের সেই বাংলাদেশি পরিবারের বাবা-মায়ের বাংলা ও বাঙালি সংস্কৃতির আবেগের বিষয়টি তুলে ধরেছেন। অপরদিকে ইউরোপে জন্ম নেওয়া সেই পরিবারের সন্তানদের বিদেশি সংস্কৃতির প্রতি আসক্তিও বইতে উঠে এসেছে। যাদের মনন-আচরণে বিদেশি সংস্কৃতির প্রভাব দৃশ্যমান।
বিপরীত দুই সংস্কৃতির প্রভাবে ওই পরিবারের মেয়ে মারিয়ানার সহজ জীবন কীভাবে ধীরে ধীরে নরকে পরিণত হলো, এরই শৈল্পিক বয়ান ‘নিষিদ্ধ গল্প’ উপন্যাস।
এমকেআর/জেআইএম