গাজী আবদুর রহিমের গল্পগ্রন্থ ‘অমৃতপল্লী’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২

অমর একুশে বইমেলায় এসেছে তরুণ লেখক গাজী আবদুর রহিমের গল্পগ্রন্থ ‘অমৃতপল্লী’। বইটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী।

বইটির প্রচ্ছদ করেছেন আর করিম। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার লিটল ম্যাগ চত্বরে কালের ধ্বনি স্টলে।

গাজী আবদুর রহিম কিশোর বয়স থেকেই গল্প, কবিতা ও কলাম লেখেন। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন।

অমৃতপল্লী বইতে পাঠক গ্রামবাংলার মানুষের জীবনধারণের অপরূপ চিত্রকল্প দেখতে পাবেন। বাস্তবভিত্তিক গল্পগুলোয় গ্রামের মানুষের সমস্যা, টানাপোড়েনের নিদারুণ নিদর্শন আছে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।