বইমেলায় সাদিয়া জামানের ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘সমুদ্রবাড়ি’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে সাদিয়া জামানের প্রথম গ্রন্থ ‘সমুদ্রবাড়ি’। ভ্রমণবিষয়ক বইটি প্রকাশ করছে স্বদেশ শৈলী। প্রচ্ছদ করেছেন মিজান স্বপন। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা মাত্র। বইটি মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ১১০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

জাহাজে করে আটলান্টিক, প্যাসিফিক ও ভারত সাগর ভ্রমণের যে অনুভূতি, সমুদ্রের দুর্নিবার সৌন্দর্য ও প্রতিকূলতা দেখার যে অভিজ্ঞতা, বিভিন্ন দেশের মানুষের সংস্পর্শে আসার এবং তাদের সংকৃতির সঙ্গে পরিচিত হওয়ার যে সুযোগ, এসবই উঠেছে এসেছে ‘সমুদ্রবাড়ি’ বইতে।

লেখকের সরস বর্ণনায় এ বইয়ে পাঠক জাহাজ ও জাহাজি মানুষদের আনন্দ-বেদনার রোমাঞ্চকর দৃশ্যে অবগাহন করতে পারেন।

এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।