বইমেলায় হুমায়রা স্যারনের ‘ব্র্যান্ড নিউ হেল’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

মন্দিরের চত্বরে ঢুকে সবাই হা হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। শুধু আজিজ জোরে জোরে সুরা পড়তে শুরু করল।

প্রশান্ত চোখ পাকিয়ে তাকাতেই সে গলার আওয়াজ নামিয়ে আনল। ঘুরে ঘুরে চারপাশ থেকে দেখছিল সবাই গাছটাকে।

অদ্ভুত সুন্দর লাল টকটকে ফুল ফুটে আছে গাছটা জুড়ে। অসংখ্য সুন্দর ফুলের জন্যই কি গাছটাকে এমন বিদঘুটে দেখাচ্ছে? বড় বড় ডালপালা মেলে দাঁড়িয়ে আছে সেটা মন্দিরের ঠিক মধ্যখানে।

একই সঙ্গে দেখতে প্রচণ্ড ভয়ংকর এবং আকর্ষণীয়। যেন এই গাছের শেকড় রয়েছে সোজা নরকে। ঝাংওয়ে ফিসফিস করে বলল, ‘প্রকৃতিতে যেমন সৌন্দর্য আছে; তেমনই আছে অপবিত্রতাও।’

এমনই এক কাহিনির বইয়ের নাম ‘ব্র্যান্ড নিউ হেল’। বইটির লেখক হুমায়রা স্যারন। প্রকাশ করেছে আফসার ব্রাদার্স। পাওয়া যাচ্ছে বইমেলার ৫৩৬-৫৩৯ স্টলে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।