বইমেলায় ঝুমকি বসুর প্রথম গল্পগ্রন্থ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে ঝুমকি বসুর প্রথম গল্পগ্রন্থ ‘...এবং কাঁটাতার’। বইটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশন।

শিল্পী রাজীব দত্তের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি পাওয়া যাবে রাজধানীর কাঁটাবনের জাগতিক প্রকাশনের নিজস্ব শো-রুমে এবং অনলাইন বুকশপ ‘রকমারি ডটকমে’।

প্রকাশক রহিম রানা বলেন, ‘পাঠকদের কয়েকটি গল্প শোনাতে চান লেখক। কার গল্প বলবো? চেয়ারম্যান ও তার ছেলের, কাজের বুয়া জামিলার, না কি এক বারবণিতার কথা? শোনাতে পারেন নেশাসক্ত এক মেয়ের কাহিনি। প্রেমের গল্প পড়ে পাঠক হয়তো খানিকটা বিস্মিতও হতে পারেন।’

লেখক ঝুমকি বসু বলেন, ‘বইটির গল্পগুলো কোথাও রূপক, কোথাও মূর্ত, কোথাও বিমূর্তের প্রতীক হয়ে ধরা দেবে পাঠকের সামনে। বইটি পড়ে হয়তো মনে বাজবে: ‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।’

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।