বইমেলায় আসছে ‘তিতলির ফুলবন্ধু’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২০ জানুয়ারি ২০২২

 

এবারের বইমেলায় আসছে রবিউল কমলের শিশুকিশোর গল্পগ্রন্থ ‘তিতলির ফুলবন্ধু’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা অয়ন।
প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নাহফিয়া জাহান মুন্নি। বইটির মূল্য রাখা হয়েছে ১২০ টাকা।

বইটি সম্পর্কে রবিউল কমল বলেন, ‘শিশু-কিশোরদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণামূলক গল্পের বই ‘তিতলির ফুলবন্ধু’। গল্পগুলো পড়ে শিশু-কিশোররা নিজে থেকে বুঝতে পারবে কোনটি ঠিক আর কোনটি ভুল।’

তিনি বলেন, ‘গল্পগুলো তাকে ভালো কাজের অনুপ্রেরণা দেবে। ভালো একজন মানুষ হয়ে উঠতে সহায়তা করবে। যেমন- কেন পাখি খাঁচায় বন্দি করে রাখা উচিত নয়, প্রজাপতির পাখায় সুতা বেঁধে খেলা করা একধরনের ভুল তা গল্পের মাধ্যমে জানবে শিশুরা।’

এছাড়াও সততার শক্তি কিংবা খুব খারাপ পরিস্থিতিতে যে ভেঙে পড়া উচিত নয়, তা-ও গল্পে ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।