বইমেলা নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৩ এপ্রিল ২০২১

দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তবে এই সময়ে বইমেলা চলবে কিনা তা নিয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলা একাডেমি।

এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা মেনেই করোনার মধ্যে বইমেলা হয়েছে। এখন সরকার যে সিদ্ধান্ত দেবে, সেভাবেই আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।’

এ বিষয়ে শনিবার (৩ এপ্রিল) বিকেলে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ। তিনি বলেন, ‘লকডাউনে বইমেলা চলবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে বসবো। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাসের বিস্তার রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ সব ধরনের মেলা বন্ধ করার সুপারিশ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এসএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।