‘দোলন’ স্বাধীনতা সংখ্যার পাঠ উন্মোচন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৮ মার্চ ২০২১

শিশু-কিশোরদের ছোটকাগজ ‘দোলন’ স্বাধীনতা সংখ্যার পাঠ উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে অমর একুশে বইমেলার লিটল ম্যাগ চত্বরে পত্রিকাটির পাঠ উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি নাহিদা আশরাফি, সানাউল্লাহ সাগর, ছড়াকার মাসুম আওয়াল, সুমন মাহমুদ, সাংবাদিক পাভেল রহমান, লেখক আহমেদ রউফ, আলোকচিত্রী সুদীপ্ত সালাম, আবৃত্তিকার সূনৃত সুজন, কবি শিমুল জাবালি, সাম্মি ইসলাম নীলা, মাহমুদ নোমান, লুফাইয়্যা শাম্মী, শব্দ নীল, অপু শেখ, আল আমিন প্রমুখ।

দোলন সম্পাদক কামাল মুস্তাফা বলেন, ‘শিশু-কিশোদের স্বপ্নের কাগজ দোলন ২০০৯ সালের ১৫ ডিসেম্বর যশোর থেকে প্রথম প্রকাশিত হয়। দোলন মূলত উৎসবভিত্তিক সাহিত্যপত্রিকা। শিশু-কিশোরদের মনোজগৎ আরও প্রসারিত করা দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য।’

দোলন স্বাধীনতা দিবস সংখ্যায় মূল প্রবন্ধ লিখেছেন মমতাজ উদ্দিন। চিরায়ত গল্প বিভাগে আছে হুমায়ুন আহমেদের ‘পাপ’। এছাড়া গল্প লিখেছেন মাহবুব এ রহমান, মোফরাদ হোসেন অলিন্দ, মালেক মাহমুদ ও সুদীপ্ত সালাম। মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সাক্ষাৎকার নিয়েছেন কবি বঙ্গ রাখাল।

jagonews24

ভ্রমণকাহিনি লিখেছেন বোরহান ইউসুফ। বঙ্গবন্ধুর স্মৃতিধন্য ৩২ নম্বরের বাড়ি নিয়ে লিখেছেন সালাহ উদ্দিন মাহমুদ। স্বাস্থ্য বিভাগে লিখেছেন ডা. বাপ্পী কবিশেখর। বই আলোচনা লিখেছেন আবেদীন জনী।

ছড়া-কবিতা লিখেছেন আনোয়ারুল ইসলাম, শামীম খান যুবরাজ, ড. শাহনাজ পারভীন, মামুন সারওয়ার, কামাল হোসাইন, মুস্তাফিজুর রহমান মুস্তাক, চন্দন কৃষ্ণ পাল, প্রমা পূজা, মো. হুমায়ুন কবির, জুবায়ের দুখু ও অপু শেখ।

স্বাধীনতা সংখ্যার প্রচ্ছদ করেছেন শাফকাত হাশেম। এ সংখ্যার মূল্য ৫০ টাকা। বইমেলার লিটল ম্যাগ চত্বরের ‘দোলন’ স্টলে সংখ্যাটি পাওয়া যাচ্ছে।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।