প্রটোকল ছাড়াই হঠাৎ বইমেলায় পররাষ্ট্রমন্ত্রী

অমর একুশে বইমেলা-২০২১-এর চতুর্থ দিনে কোনো ধরনের প্রটোকল ও গার্ড ছাড়াই বইমেলায় এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বইমেলায় আসেন। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় হঠাৎ তাকে দেখা যায়।

jagonews24

এ সময় তিনি সাংবাদিকদেরকে বলেন, আমাদের এমন একটি সমাজ দরকার যেটা হবে জ্ঞানভিত্তিক, তথ্যভিত্তিক। আমার খুব ভাল লাগছে যে, প্রাণের মেলা এবারও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে। আরেকটা কথা বলছে হচ্ছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদেরকে স্বাধীনতা সম্পর্কে সঠিকভাবে জানতে হবে।

তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা বইমেলায় আসতে না পারলেও তাদের সঙ্গে আসা বিদেশি অতিথিরা ইতোমধ্যে বইমেলা ঘুরে গেছেন। অনেকে ঘুরতে আসবেন। আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করেছি।

আল সাদী/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।