বইমেলায় আসছে মিতা কলমদারের ‘যোজনগন্ধা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৬ মার্চ ২০২১

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিতা কলমদারের প্রথম কাব্যগ্রন্থ ‘যোজনগন্ধা’।

বেহুলাবাংলা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হচ্ছে। বইয়ের প্রচ্ছদ করেছেন হাজ্জাজ তানিন। বইটিতে ৫৭টি কবিতা স্থান পেয়েছে। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য ২২৫ টাকা।

মিতা কলমদার বলেন, ‘প্রথম হিসেবে বইটি নিয়ে নিজের মধ্যে ভীষণ ভালো লাগা কাজ করছে। একটি বই হবে আমার, স্বপ্নটি বাস্তবায়ন হচ্ছে। বইটি পাঠকের মনে জায়গা করে নেবে বলে আশা করছি।’

মিতা কলমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪৮তম ব্যাচের (২য় বর্ষ) শিক্ষার্থী। ছেলেবেলা থেকে সাহিত্যের প্রতি প্রবল আগ্রহী মিতা বেড়ে উঠেছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায়।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।