জিয়া সাঈদের নির্বাচিত কাব্যসমগ্র ‘গদ্য ধরে পদ্যপুর’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে জিয়া সাঈদের নির্বাচিত কাব্যসমগ্র ‘গদ্য ধরে পদ্যপুর’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলার ৩৩ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি।

বইটি সম্পর্কে কবি বলেন, ‘মনের আনন্দে কবিতা লিখি। সেই আনন্দ বেড়ে যায় বহুগুণে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি হলে। সেই ভাগাভাগির অন্যতম মাধ্যম হলো অমর একুশে বইমেলা। আশা করি সবাই মেলায় এসে ‘গদ্য ধরে পদ্যপুর’র মাধ্যমে আনন্দ ভাগাভাগিতে শরিক হবেন।’

জিয়া সাঈদ পেশায় একজন চিকিৎসক। চিকিৎসক জীবনে কয়েক বছর ইরানে থাকার পর বিগত দুই যুগ রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় চিকিৎসা সেবা দিচ্ছেন। শরীয়তপুরের নড়িয়ার সন্তান তিনি। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

জিয়া সাঈদ বরিশাল মেডিকেলের ছাত্রাবস্থায়ই লিখতে শুরু করেন। ছাত্রজীবনে আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য নির্ভর প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। পেশায় চিকিৎসক হলেও লেখালেখি তার ধ্যান-জ্ঞান।

‘গদ্য ধরে পদ্যপুর’ কবির চতুর্থ প্রকাশ। ২০১৮ সালে অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশন থেকেই প্রকাশিত হয়েছিল ‘আয়নায় অপরাহ্ন’। সেই কবিতার গ্রন্থটিও বেশ পাঠকপ্রিয়তা অর্জন করেছিল।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।