ভাইরাল হওয়া বিজ্ঞানী পেলেন বই প্রকাশের সুযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০

বয়স ৮৬ বছর। কাঁধে ব্যাগ, ব্যাগের ভেতর নিজের লেখা বই। ২০ বছর ধরে অমর একুশে বইমেলায় হেঁটে হেঁটে সেই বই ফেরি করছেন তিনি। ব্যক্তিগত জীবন বর্ণিল হলেও পোশাক আর চলাফেরায় সাধারণ মানুষটি হচ্ছেন ড. ফয়জুর রহমান আল সিদ্দিক।

প্রবীণ বিজ্ঞানী ফয়জুর রহমানের লেখা বইয়ের নাম ‘বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা’।

হেঁটে বই ফেরি করার বিষয়ে ড. ফয়জুর রহমান আল সিদ্দিক বলেন, ২০ বছর আগে প্রথম প্রকাশের পর বইটি নিয়ে কেউ আগ্রহ প্রকাশ করেনি। কেউ প্রকাশ না করলেও ফটোকপি করে বইটি নিজেই পাঠকের হাতে পৌঁছানোর চেষ্টা করেছি।

এ নিয়ে গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার হয়েছে। পরে বইটি প্রকাশের বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। সোমবার রাতে বনানীতে ড. ফয়জুর রহমানের সাথে এ বিষয়ে আলাপ-আলোচনা করে বইটি প্রকাশের অনুমতি নেন তিনি। পরে প্রকাশনা প্রতিষ্ঠান বাংলা প্রকাশের সাথে পরিচয় করিয়ে দেন তানভীর আহমেদ।

‘বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা’ বইটিতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেন ড. ফয়জুর রহমান। বাঙালির দাস মনোবৃত্তি, রোগের নাম পাকিফিলিয়া, আমাদের সমাজ ও সংস্কৃতিতে অজ্ঞতার প্রকোপ- এমন ১৬টি অনুচ্ছেদে বইটি বিন্যস্ত করেছেন তিনি।

১৯৩৪ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চরমধুচারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ড. ফয়জুর রহমান আল সিদ্দিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করেন। এরপর থিসিস গ্রুপে এমএসসি ডিগ্রি লাভ করে পোস্ট এমএসসি গবেষণায় অংশগ্রহণ করেন।

ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ইরানের তেহরান নিউক্লীয় বিজ্ঞান ইনস্টিটিউট থেকে পোস্ট এমএসসি গবেষণা করে তিনি সুইজারল্যান্ডের ফেডারেল নিউক্লীয় ইনস্টিটিউট থেকে পোস্ট ডক্টোরাল সম্পন্ন করেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।