মেলায় এসেছে মাহতাব হোসেনের উপন্যাস নগরে সমুদ্র

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশে বইমেলা ২০২০ প্রকাশিত হয়েছে মাহতাব হোসেনের নতুন উপন্যাস নগরে সমুদ্র। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অসঘের ৩১ নম্বর অনিন্দ্য প্রকাশের প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। এর আগে লেখকের শর্মিলা ও বেজক্যাম্প হোটেলের মধ্যরাত উপন্যাস দুটি পাঠকপ্রিয়তা পেয়েছিল রকমারিসহ বেশ ক'টি অনলাইন বুকশপের বেস্ট তালিকার তালিকাতেও ছিল।

নগরে সমুদ্র উপন্যাসটি মূলত সমুদ্র নামের তরুণের নগরময় হেঁটে চলার গল্প। এই শহরের গল্প। কিন্তু এর মাঝেও কলকাতার জাকারিয়া স্ট্রিট কিংবা দার্জিলিংয়ে হুট করে চলে যেতে হয় সমুদ্রকে। কেন? ফের পঞ্চগড় কিংবা সৈয়দপুর। সমুদ্র এমন একজন তরুণ বা যুবক, যাকে নিজের চেয়ে পরের উপকার নিয়ে মাথা ঘামাতে হয় বেশি।

মিরপুরের বিহারি জনগোষ্ঠীর মাদরাসা ক্যাম্প বা রহমত ক্যাম্প অথবা ওয়াপদা ক্যাম্পেও নাসিমা নামের এক তরুণীর জন্য যেতে হয়। কখনো বা বিহারিদের অধিকার ও বাংলার ভূখণ্ডে আগমন নিয়ে বিহারি নেতা সেলিমের বক্তব্যের মনোযোগী শ্রোতা হয়। পুর উপন্যাস জুড়ে মেঘের আস্তরণ হপ্যে ছড়িয়ে থাকে শান্তা নামের স্নিগ্ধ এক তরুণী।

নগরে সমুদ্র উপন্যাসটি পাওয়া যাচ্ছে বইমেলার অনিন্দ্যপ্রকাশের ৩১ নম্বর প্যাভিলিয়নে। এছাড়াও রকমারি ডটকম, বইপোকাশপ, বইবাজার ডটকম, বুকএক্সপ্রেসসহ প্রায় সকল অনলাইন বুকশপে পাওয়া যাবে।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।