বইমেলায় পাওয়া যাবে রিহাব মাহমুদের ‘মনের টান’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ পিএম, ১৪ জানুয়ারি ২০২০

এবারের বইমেলায় পাওয়া যাবে সাংবাদিক-নাট্যকার রিহাব মাহমুদের রোমান্টিক উপন্যাস ‘মনের টান’। নব্বইয়ের দশকে একটি প্রেমকে ঘিরে সাজানো হয়েছে এ উপন্যাস।

উপন্যাসে এক কিশোর ও এক কিশোরীর প্রেমকাহিনি বর্ণিত হয়েছে। অন্তু নামের এক কিশোরীকে প্রথম দেখাতেই মনে কাঁপুনি শুরু হয় কিশোরের, পরবর্তীতে তাই প্রেম হয়ে ধরা দেয়।

কিশোর-কিশোরীর কেউ বুঝতে পারেনি তারা প্রেমে পড়েছে। আবেগ-অনুভূতি কিংবা ভালোলাগা বোঝার বয়সও বুঝি তখন হয়নি। কিন্তু সমাজ বাস্তবতায় নিজের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি উপন্যাসের নায়ক।

লেখকের ভাষায়, সব ভয় আর অজানা আশঙ্কাকে পেছনে ফেলে অন্তুর সাহসী মন অনবরত ছুটেছে সেই কিশোরীর পানে। মনের টানে। মনকে জয় করাই ছিল অন্তুর একমাত্র লক্ষ্য। বর্তমানে মোবাইল-ইন্টারনেট যুগের প্রেমকাহিনিতে ডুবে থাকা পাঠক তখনকার আমলের প্রেম-ভালোবাসার স্বাদ কিছুটা হলেও মনকে বিচিত্র ভাবনায় ডুবে যেতে অন্যতম ভূমিকা রাখবে।

বইটির প্রচ্ছদ করেছেন হায়দার আহমেদ। প্রকাশক বাংলানামা। বইয়ের মূল্য ২৫০ টাকা। আসছে একুশে বইমেলায় প্রথম দিন থেকে বইটি পাওয়া যাবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।