বইমেলায় সাদাত হোসাইনের চতুর্থ কাব্যগ্রন্থ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৯ জানুয়ারি ২০২০

অমর একুশে বইমেলায় আসছে সাদাত হোসাইনের চতুর্থ কাব্যগ্রন্থ ‘তোমাকে দেখার অসুখ’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা অন্যধারা। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

সাদাত হোসাইন একাধারে গল্পকার, ঔপন্যাসিক, নির্মাতা ও উপস্থাপক। এর আগে ‘যেতে চাইলে যেও’, ‘একদিন আমি নিখোঁজ হবো’, ‘কাজল চোখের মেয়ে’ নামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

সাদাত হোসাইন ঔপন্যাসিক হিসেবেই বেশি পরিচিত। তার ‘আরশিনগর’, ‘অন্দরমহল’, ‘মানবজনম’, ‘নির্বাসন’, ‘নিঃসঙ্গ নক্ষত্র’ ও ‘ছদ্মবেশ’র পাঠকপ্রিয়তার পর এবার প্রকাশিত হয়েছে চতুর্থ কাব্যগ্রন্থ। আগের তিনটি কাব্যগ্রন্থও পাঠকমহলে ব্যাপক সাড়া জাগায়।

ডিসেম্বরে মুক্তি পায় তার নির্মিত পূর্ণদৈর্ঘ মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। এছাড়া ‘মেঘেদের দিন’ নামে একটি উপন্যাস প্রকাশ করে অন্যপ্রকাশ। এছাড়া তার দেওয়া সাক্ষাৎকার নিয়ে ‘আমার আমি’ বইটি সম্পাদনা করেন সাংবাদিক ও কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদ।

আগামী বইমেলায় অন্যধারার স্টলসহ বিভিন্ন অনলাইন শপ ও বইয়ের দোকানে পাওয়া যাবে বইটি।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।