জমির হোসেনের প্রবাসে মেঘ-জ্যোৎস্না

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০

অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে প্রবাসী সাংবাদিক ও লেখক জমির হোসেনের ‘প্রবাসে মেঘ-জ্যোৎস্না’। বইটির প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত। প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। ৯৬ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

এটিই লেখক জমির হোসেনের প্রথম বই। এক যুগেরও বেশি সময় পর তিনি বই নিয়ে হাজির হচ্ছেন পাঠকের সামনে। বইটিতে প্রবাস জীবনের গভীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। কখনো হাসি, কখনো কান্না বা প্রবাসীদের নানাবিধ সমস্যা লেখার মাঝে তুলে ধরেছেন।

বই সম্পর্কে জমির হোসেন বলেন, ‘জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে বইয়ের প্রতিটি লেখার জন্ম। যাপিত জীবনের মধ্যকার অনুভূতি পাঠকদের জন্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি বইটি পাঠকের ভালোবাসা পাবে।’

৩ ফেব্রুয়ারি থেকে বইটি চৈতন্য প্রকাশনীর ২৫০ ও ২৫১ স্টলে পাওয়া যাবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।