‘যে যুদ্ধ আসন্ন তাকে স্বাগত’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশের লিটলম্যাগ আন্দোলনের অন্যতম ছোটকাগজ ‘কবিতার রাজপথ’। কাগজটির ‘একুশে বইমেলা ২০১৯’ এর সংখ্যাটি ‘কবিতার রাজপথে’র স্টলে পাওয়া যাচ্ছে। মানস ঔপনিবেশিকতামুক্ত তারুণ্যের টোটাল আর্টের কাগজ হিসেবে অনিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে এটি।

এবারের সংখ্যাটিকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে, এ সংখ্যায় উপ-মহাদেশের বিখ্যাত লেখক ও দার্শনিক শিবনারায়ণ রায়, সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাসেম ফজলুল হক, ড. সলিমুল্লাহ খান-সহ একঝাঁক তরুণ লিখেছেন।

সংখ্যাটির স্লোগান নির্ধারিত হয়েছে ‘যে যুদ্ধ আসন্ন তাকে স্বাগত’।

এইউএ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।