বইমেলায় হোসনে আরা মণির ‘বিবিক্তা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে হোসনে আরা মণির উপন্যাস ‘বিবিক্তা’। বইটি প্রকাশ করেছে বটেশ্বর বর্ণন। প্রচ্ছদ করেছেন এ.কে.এম খালেকুজ্জামান। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে বটেশ্বর বর্ণনের স্টলে।

প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর সম্পন্ন করা হোসনে আরা মণি সরকারি চাকরিজীবী। এ পর্যন্ত তার গ্রন্থসংখ্যা ছয়। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। চাকরির পাশাপাশি নিয়মিত গল্প ও উপন্যাস লিখছেন তিনি।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘পাঠক, চলুন আমরা এগিয়ে চলি। কল্পনাকে প্রসারিত করি ২০৫০ অভিমুখে। একুশ শতকের মধ্যবিন্দুতে দৃষ্টি রেখে আমরা সাক্ষী হতে থাকি সময় পরিক্রমায় বিজ্ঞানের অগ্রযাত্রায় যাপিত জীবনের জীবনমান ও জীবনাবেগ বদলের। এই বদলের পরিণতি কী নিছকই ধ্বংস, নাকি নবনির্মাণ?’

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।