বইমেলায় দেবব্রত ভৌমিকের অ-মানুষের গল্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

তরুণ লেখক দেবব্রত ভৌমিক। এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে তার তৃতীয় বই। তার প্রথম বইটির নাম 'বেনামী', দ্বিতীয়টি 'গল্পটা আমাদের' আর তৃতীয়টি 'অ-মানুষের গল্প' ।

এবারের বইমেলায় দেবব্রত ভৌমিকের ‘অ-মানুষের গল্প’ বইটি প্রকাশ করছে বর্ষাদুপুর প্রকাশনী। বইমেলার ২৯৬-২৯৭ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এই বইটির প্রচ্ছদ করেছেন হিমেল হক।

বইটি সম্পর্কে দেবব্রত ভৌমিক বলেন, ‘জীবনে চলতে গিয়ে পরিচিত হয়েছি অনেককিছুর সঙ্গে। হাসতে খেলতে পথ চলতে চলতে কখন যেন প্রবেশ করেছি জীবনের বাস্তবতায়, টেরই পাইনি। আমি সেইসব অ-মানুষের গল্প বলতে চেষ্টা করেছি। আমি আমার চোখে দেখা সমাজের প্রতিনিধি, প্রতিবেশী, পরিবারের সদস্য, ভালোবাসার মানুষ, প্রতিদিনকার জীবনযাত্রায় নিজ চোখে দেখা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষগুলোর গল্প তুলে ধরতে চেয়েছি। আমরা অমানুষদের ছেড়ে মানুষের সমাজে বাস করি। অমানুষদের ভিড়ে যেন আমাদের সত্যিকারের মানুষগুলো হারিয়ে না যায়।’

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।