বইমেলায় শেরিফ আল সায়ারের গল্পগ্রন্থ ‘খাঁচাবন্দি মানুষেরা’
একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শেরিফ আল সায়ারের গল্পগ্রন্থ ‘খাঁচাবন্দি মানুষেরা’। বইটি প্রকাশ করেছে আদর্শ। এটি শেরিফের তৃতীয় গল্পগ্রন্থ এবং বই হিসেবে চতুর্থ।
খাঁচাবন্দি মানুষেরা গল্পগ্রন্থে মোট আটটি গল্প রয়েছে। যার মধ্যে– কেউ কথা বলে না, তরুণ উদ্যোক্তা মোসাদ্দেকের স্বপ্নবাক্স, পরকীয়া, নিকোলাসকে কারা হত্যা করলো?, আঁখির নোটবুক উল্লেখযোগ্য।
গল্পগ্রন্থ সম্পর্কে শেরিফ আল সায়ার বলেন, প্রতিটি মানুষই কোনও না কোনও খাঁচায় বন্দি। সেটা হতে পারে সম্পর্কের কিংবা যে কোনও মানসিক কিংবা রাষ্ট্রীয় সংকটের খাঁচায়। এসব সংকট নিয়েই আটটি গল্প স্থান পেয়েছে গ্রন্থে।
‘খাঁচাবন্দি মানুষেরা’ গ্রন্থটি সোহরাওয়ার্দী উদ্যানে আদর্শ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। স্টল নম্বর ৫৪৫-৫৪৭। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।
২০১২ সালে ‘কয়েকটি অপেক্ষার গল্প’ শেরিফের প্রথম গল্পগ্রন্থ। এরপর ২০১৫ সালে গবেষণামূলক গ্রন্থ ‘শাহবাগের জনতা’ এবং ২০১৬ সালে গল্পগ্রন্থ ‘এই ঘরে কোনো খুনি নেই’ প্রকাশিত হয়।
এএ