দুই ভাষায় অহ নওরোজের ‘অতিলৌকিক কবিতাসমূহ’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলায় বাংলা ও জার্মান ভাষায় প্রকাশিত হয়েছে অহ নওরোজের তৃতীয় কাব্যগ্রন্থ ‘অতিলৌকিক কবিতাসমূহ’। জার্মানে অনুবাদ করেছেন গ্যোয়েথে ইনস্টিটিউট বাংলাদেশের জার্মান শিক্ষক ও লেখক হেমায়েত মাতুব্বর। সম্পাদনা করেছেন জার্মান সম্পাদক ও লেখক স্যালোমে যুকা।

বইটি প্রকাশ করেছে ‘অনুবাদ’। বইমেলায় অনুবাদের পরিবেশক কাগজ প্রকাশনের ৩৭৩-৩৭৪ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। দাম রাখা হয়েছে ২০০ টাকা। শুধু বাংলাদেশেই নয়, খুব দ্রুতই অ্যামাজনের মাধ্যমে জার্মান পাঠকরাও বইটি কিনতে পারবেন।

কবি অহ নওরোজ বলেন, ‘আমি জার্মান শিখছি অনেকদিন হলো। সেই সূত্রে হেমায়েত মাতুব্বরের সাথে পরিচয়। তিনি আমার কবিতা পড়ে জার্মান ভাষায় অনুবাদের ইচ্ছা প্রকাশ করেন। সেখান থেকেই এই পরিকল্পনা।’

তিনি বলেন, ‘পরিকল্পনার পর আমাদের জার্মান বন্ধু স্যালোমে উৎসাহ দিলে পুরোপুরি নেমে পড়ি। আশা করি জার্মান ও বাংলা সাহিত্যের মেলবন্ধনের নতুন একটি যাত্রা শুরু করতে পারবো।’

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।