এবারের বইমেলায় মীমের গল্পের বই ‘টুপিটুন’
এবারের অমর একুশে বইমেলায় মীম নোশিন নাওয়াল খানের ‘টুপিটুন’ নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। ‘টুপিটুন’ গল্পের বইটিতে লেখকের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছয়টি গল্প রয়েছে। সেই সঙ্গে আরো অনেকগুলো শিশু-কিশোর উপযোগী গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। বইটি শিশু-কিশোর উপযোগী হলেও গল্পগুলো সব বয়সী পাঠকদের আনন্দ দেবে, উন্মোচন করবে ভাবনার নতুন জগত।
ধ্রুব এষের প্রচ্ছদে বইটি পাওয়া যাবে বিদ্যাপ্রকাশের ২৪৩, ২৪৪, ২৪৫, ২৪৬ নং স্টলে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত লেখকের অন্যান্য বই: দূর্বা, পড়শি, নির্ভূম। এছাড়া সাহস পাবলিকেশন্সে পাওয়া যাচ্ছে- রাজকন্যা পানিকা, মৎস্যকুমারী রাজকন্যা, কলাপাতার বাঁশি, পুতুলের ইস্কুলব্যাগ ও পার্ল পাবলিকেশন্সে পাওয়া যাচ্ছে- খেয়া এবং..., আয়লিন ও স্বর্ণরহস্য, বোকা মানুষটা ও পাগলী মেয়েটা।
ছয়বার ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে মীম। এছাড়াও তার ঝুলিতে রয়েছে আরো অনেক পুরস্কার। দেশের গণ্ডি পেরিয়ে লিখছে ভারতের ছোটদের পত্রিকাগুলোতেও। আলোকচিত্র ও ছবি আঁকায় দক্ষ মীম এই বিষয়গুলোতেও নানা পুরস্কার পেয়েছে। নিজের দুটি বইয়ের প্রচ্ছদ এঁকে আত্মপ্রকাশ করেছে প্রচ্ছদশিল্পী হিসেবেও।
এমআরএম/এমএস