বইমেলায় মেহেদী ধ্রুবের মেঘ ও মানুষের গল্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

মেহেদী ধ্রুব দীর্ঘ দশ বছর ধরে গল্প লিখছেন। দেশের প্রায় সব ধরনের প্রথম শ্রেণির দৈনিক ও সাহিত্য পত্রিকায় তিনি লিখেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এবারের বইমেলায় আসছে তার প্রথম গল্পগ্রন্থ ‘মেঘ ও মানুষের গল্প’।

বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। দাম রাখা হয়েছে ২১০ টাকা। বইটি পাওয়া যাবে বইমেলার ঐতিহ্য প্রকাশনীর ৬ নম্বর প্যাভিলিয়নে।

মোট নয়টি গল্প নিয়ে প্রকাশিত বইটি সম্পর্কে মেহেদী ধ্রুব বলেন, ‘কেন আমি দশ বছর সময় নিয়েছি বই করতে; তা জানার জন্য বইটি পড়ার অনুরোধ রইল।’

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।