সাড়ে ৪ হাজার নতুন বই প্রকাশে রেকর্ড

অমর একুশে বইমেলা ২০১৮ শেষ হয়েছে। এবারের মাসব্যাপী মেলায় নতুন বই এসেছে চার হাজার ৫৯১টি। বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্য যেকোনো বারের চেয়ে এবার নতুন বই প্রকাশ হয়েছে বেশি, যা নতুন একটি রেকর্ড। এবার মেলায় সবচেয়ে বেশি এসেছে কবিতার বই।

মেলায় আসা নতুন বইয়ের মধ্যে ছিল- গল্পের বই ৭০১টি, উপন্যাসের ৬৪৩টি, প্রবন্ধের ২৫৭টি, কবিতার এক হাজার ৪৭২টি, গবেষণার ১২২টি, ছড়ার ১১২টি, শিশুতোষের ১২৫টি, জীবনীর ১০৭টি, রচনাবলির ১৫টি, মুক্তিযুদ্ধের ৯১টি, নাটকের ২৩টি, বিজ্ঞানের ৭৬টি, ভ্রমণের ৯১টি, ইতিহাসের ১১০টি, রাজনীতির ২২টি, চিকিৎসা/স্বাস্থ্যের ৩৩টি, রম্য/ধাঁধার ২১টি, ধর্মীয় ২৬টি, অনুবাদের ৪৮টি, অভিধান ৭টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দার ৬৫টি, অন্যান্য বিষয়ে ৪২৪টিসহ সর্বমোট চার হাজার ৫৯১টি বই।

এমএইচ/এএসএস/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।