এবারের বইমেলায় খায়রুল বাবুই’র ৪ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও অনুষ্ঠান নির্মাতা খায়রুল বাবুই’র ভিন্ন স্বাদের ৪টি গল্পের বই। বইগুলো হচ্ছে- ‘তনুর সঙ্গে তিন রাত’, ‘রমরমা রম্য’, ‘স্কুল যেতে ভয় নেই’ ও ‘বুদ্ধির জোর’।

‘তনুর সঙ্গে তিন রাত’ দেশ পাবলিকেশন্স এবং ‘রমরমা রম্য’ চৈতন্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বই দুটির প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান।

এছাড়া এবছরও শিশু-কিশোরদের জন্য লিখেছেন ‘স্কুল যেতে ভয় নেই’ ও ‘বুদ্ধির জোর’ নামে দুটি গল্পের বই। শিশুতোষ বই দুটি শৈশব প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে।

বইগুলো পাওয়া যাবে দেশ পাবলিকেশন্সের ৪৫২-৪৫৩, চৈতন্য প্রকাশনীর ৬০৪-৬০৫ এবং শৈশব প্রকাশের ৫৪৩ নম্বর স্টলে।

খায়রুল বাবুই সবসময়ই ভিন্ন আঙ্গিকে লিখতে চেষ্টা করেন। কয়েক বছর যাবৎ নিয়মিত শিশুতোষ গল্প লিখছেন। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৯।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।