বইমেলার প্রথম শিশুপ্রহর চলছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলা ২০১৮ প্রথম শিশুপ্রহর শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ আগত দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত।

শিশু-কিশোরদের তাদের অভিভাবকদের হাত ধরে মেলায় প্রবেশ করতে দেখা গেছে। তবে বইমেলার প্রথম শিশুপ্রহর হলেও মেলায় আগত দর্শনার্থীর সংখ্যা কম দেখা গেছে। মিরপুর থেকে আগত পঞ্চম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার বলেন, মেলায় এসে খুব ভালো লাগছে। আমি গল্পের বই কিনবো। গল্প পড়তে আমার ভালো লাগে।

এদিকে বইমেলায় বরাবরের মতো এবারও শিশু কিশোরদের জন্য খোলা হয়েছে পৃথক শিশু চত্বর। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের পূর্বপাশে এটি অবস্থিত। এখানে শিশুদের জন্য নির্মল বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে।

এমএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।