বইমেলায় ফকির ইলিয়াসের দুটি বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

এবারের বইমেলায় কবি ফকির ইলিয়াসের দুটি বই প্রকাশিত হচ্ছে। বই দুটি হচ্ছে- ‘শহীদ কাদরী’র দরবারের দ্যুতি’ এবং ‘প্যারিস সিরিজ ও অন্যান্য কবিতা’।

প্রবন্ধগ্রন্থ ‘শহীদ কাদরী’র দরবারের দ্যুতি’ প্রকাশ করছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। বইটি পাওয়া যাবে ১৩ নম্বর প্যাভিলিয়নে। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

এছাড়া কাব্যগ্রন্থ ‘প্যারিস সিরিজ ও অন্যান্য কবিতা’ প্রকাশ করছে জেব্রাক্রসিং প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তৌহিন হাসান। বইটি পাওয়া যাবে ৬৬০ নম্বর স্টলে। এর মূল্য রাখা হয়েছে ১৩০ টাকা।

ফকির ইলিয়াস বলেন, ‘বই দুটি মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে। নিউইয়র্কে বসবাস করেও বাংলাদেশের বইমেলায় সশরীরে না হলেও দুটি বই নিয়ে অংশগ্রহণ করতে পেরে গর্বিত বোধ করছি।’

এসইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।