দেশ পাবলিকেশন্সের সেরা ১০ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৪ মার্চ ২০১৭

অমর একুশে বইমেলায় প্রকাশিত দেশ পাবলিকেশন্সের সেরা ১০ বইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের বইমেলায় এ প্রকাশনা সংস্থা থেকে ৯০টি বই প্রকাশ করা হয়।

বিক্রির শীর্ষে থাকা সেরা ১০ বই যথাক্রমে ইশতিয়াক আহমেদের উপন্যাস ‘শিল্পী স্টুডিও’, কাসাফাদ্দৌজা নোমানের উপন্যাস ‘সময় হলো অসময়ে’, লুৎফর হাসানের উপন্যাস ‘মানিব্যাগ’, ইফতেখার মাহমুদের প্রবন্ধগ্রন্থ ‘কথা আর গল্পের জীবন’, হাবীবাহ্ নাসরীনের উপন্যাস ‘তুমি আছো তুমি নেই’, শুভ্র সৈকতের গল্পগ্রন্থ ‘আরও একজন ক্রীতদাস’, জান্নাতুন নাঈম প্রীতির প্রবন্ধের বই ‘নারীর নাড়ি’, সোহেল নওরোজের গল্পগ্রন্থ ‘প্রেমের আলামত পাওয়া যায়নি’, সাজ্জাক হোসেন শিহাবের গল্পগ্রন্থ ‘ধূপছায়া ও ফারজানা মিতুর উপন্যাস ‘শুধু তোমারে জানি’।

এছাড়া কিছু তরুণের বই সন্তোষজনক বিক্রি হয়েছে।

‘চেতনায় ঐতিহ্য’ স্লোগানকে সামনে রেখে বই প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন, তাদের সহযাত্রী হতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ‘দেশ’।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।