মাতৃভাষাকে শুদ্ধভাবে ব্যবহার করতে হবে : কাব্য


প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

অল্প বয়সেই ছড়াকার হিসেবে খ্যাতি পেয়েছেন সদ্য কৈশোর পেরোনো এই তরুণ। পড়াশোনার পাশাপাশি সমানতালে লিখে যাচ্ছেন দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক, লিটল ম্যাগাজিনে। তিনি জনি হোসেন কাব্য। নিজের লেখনীশক্তি দিয়ে অল্প দিনেই জয় করে নিয়েছেন পাঠকের হৃদয়। বইমেলা, নিজের বই এবং সাহিত্য নিয়ে ভাবনার কথা জানিয়েছেন জাগো নিউজকে। সঙ্গে ছিলেন হাবীবাহ্ নাসরীন।

জাগো নিউজ : এবার কোনো নতুন বই এসেছে কি না?

জনি হোসেন কাব্য : হ্যাঁ। দুটি। ছড়ার বই। ছড়ার মিনার ও নেটওয়ার্কের বাইরে। প্রথমটি ইসলামিক ছড়াগ্রন্থ। প্রচ্ছদ করেছেন আতিয়া তানজিল, অলংকরণ সায়েদ কবীর, প্রকাশনী দাঁড়িকমা। অন্যটি সমসাময়িক শিশুকিশোর ছড়াগ্রন্থ। দাঁড়িকমা প্রকাশনী থেকে সায়েদ কবীরের প্রচ্ছদ ও অলংকরণে।

জাগো নিউজ : বইমেলা সম্পর্কে প্রাপ্তি, প্রত্যাশা।

জনি হোসেন কাব্য : বইমেলা নিয়ে সবচেয়ে বড় প্রাপ্তি এর স্থায়িত্ব নিয়ে। পৃথিবীর আর কোথাও এতদিন ধরে বইমেলা হয় না। আর পাঠকের মনে এর জন্য অনুভূতি, সত্যিই বিস্ময়কর। তবে প্রত্যাশা তো আছেই। বইয়ের একজন ক্ষুদ্র পাঠক হিসেবে বলছি। অনেকসময় মানহীন বইয়ের ভিড়ে একটা ভালো বই খুঁজে নেয়াটা কষ্টকর হয়। আবার ব্যবসায়িক খাতিরে, নতুন লেখকরা বই বের করতে অনেক দুর্ভোগ পোহান। এইরকম অভ্যন্তরীণ কিছু সমস্যার দিকে আমাদের খেয়াল রাখাটা কর্তব্য বলে মনে করি।

জাগো নিউজ : সমকালীন সাহিত্য নিয়ে চিন্তা।

জনি হোসেন কাব্য : বর্তমানে অনেক ভালো ভালো সাহিত্যক আছেন। যাঁরা নিরলসভাবে তাঁদের সাহিত্যকর্মে আমাদের মন জয় করে যাচ্ছেন। আমি মনে করি, সমাজের অসংগতি নিয়ে সাহিত্যিকরাই আগে সোচ্চার হবে। বর্তমানের অনেক তোষামুদি সাহিত্য আমাদের কলংকিত করছে। সেসব থেকে দূরে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, মাতৃভাষাকে শুদ্ধভাবে শুদ্ধ জায়গায় ব্যবহার করলেই শুদ্ধ সাহিত্যের স্বাদ পাবো।

জাগো নিউজ : সমকালীন লেখকদের মধ্যে কাদের লেখা ভালো লাগে?

জনি হোসেন কাব্য : অনেকের লেখাই ভালো লাগে। প্রবীণদের পাশাপাশি তরুণরাও ভালো লিখছে। এই সংখ্যাটা অনেক বেশি। সবার নাম উল্লেখ করা মুশকিল। তবে সবার সব লেখা যেমন ভালো লাগে না তেমনি সব লেখা খারাপও লাগে না।

জাগো নিউজ : সাহিত্যে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা।

জনি হোসেন কাব্য : যখন যা ইচ্ছা হয়, লিখে ফেলি। এটা আমার মনের খোরাক। আর পাঠকদের অকৃত্রিম ভালবাসায় আমি অনুপ্রাণিত হই। তবে, ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতেই দেখা যাক। মন এখন বর্তমান নিয়ে ভাবছে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।