বইমেলায় আলমগীরের ‘রহস্যময় চিঠি’


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

বৃটিশ শাসন আমলে এক কুমারি মেয়ে রোজালভা কৃষ্টিনো দীর্ঘ আট মাস সময় নিয়ে বিশাল দৈর্ঘ্যরে একটা চিঠি লিখে। এবং প্রায় ছয় মাস সে কারো সাথে কোনো কথা বলেনি। একটা সময় পরে তার মনে হলো এই বিশাল চিঠিটি তো পোষ্ট করা দরকার, কিন্তু কাকে পোষ্ট করবে? এমন চিন্তা করতে করতেই একটা সময় সে চিঠিটি পোষ্ট করে আসে।

বাড়িতে এসে ঠিক নয় মিনিট পরেই অনেকটা রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তারপর থেকেই নানান রহস্যর সৃষ্টি হয় এই চিঠিটি নিয়ে। চিঠির মূলশর্ত যে এই চিঠিটা পড়তে পারবে সেই শুধুমাত্র এই চিঠিটির মালিক হবে। আর যদি না পড়তে পারে তাহলে তারও সেই রোজালভা কৃষ্টিনোর মতো একইভাবে মৃত্যু হবে! কেন এমন হয়? আর কী এমন লেখা আছে ওই চিঠিতে? সেই রহস্যর সন্ধানেই রহস্যময় চিঠি। আলমগীর আমিন আলোর লেখা এই বইটি পাওয়া যাচ্ছে জাগৃতি প্রকাশনীতে (স্টল নং ১৫৮-১৫৯-১৬০)।

বাসায় বসে বই হোম ডেলিভারি পেতে চাইলে কল করতে পারেন রকমারি ডট কম- 16297 বা ০১৫-১৯৫২১৯৭১ নম্বরে অথবা ০১৭১৮০০৭৮২২ বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ ফারুক।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।