রাজীব চৌধুরীর নিশিমিয়া সিরিজের মানুষখেকো


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

অমর একুশে বইমেলায় প্রিয়মুখ প্রকাশনীর ২৫৮ নম্বর স্টলে এসেছে রাজীব চৌধুরীর নিশিমিয়া সিরিজের শেষ উপন্যাস ‘মানুষখেকো’।

হরর থ্রিলার ঘরানার বইটিতে আগের দুবারের মতোই আছে নিশিমিয়া নামের একজন প্রেতসাধকের কথা। আছে পাঁচ বন্ধুর কথা যারা ভূত হান্টার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশের পরই বুঝতে পারে বিশাল কোনো এক বিপদে পড়ে গেছে। পাঁচজনের একজন গায়েব হয়ে গেল। ফ্যাশন আইকন লেডি গাগার কাছে নিয়মিত যাতায়াত করতে শুরু করে দিয়েছেন দুজন মন্ত্রী।

নিহির নামে অদ্ভুত প্রাণীটা নিজের পরিচয় গোপন করে চাকরি করতে গিয়ে সত্য ফাঁস হবার ঘটনায় পালিয়ে গেল ঠিকই- কিন্তু খুঁজতে শুরু করে দিল নিশিমিয়াকে। কতগুলো কুকুরমুখো অদ্ভুত মানুষ ঘুরে বেড়াতে শুরু করেছে গুলশান-বনানীর রাতের রাস্তায়। বিশালাকার কোডেক্স জাইগাস চুরি হয়ে গেছে সুইডেনের রয়্যাল মিউজিয়াম থেকে। এর মাঝেই কিছু ক্ষমতালোভী মানুষ শুরু করল প্রেতসাধনা। অমরত্ব পেতেই শয়তানের শরণাপন্ন হয় সবাই। কিন্তু ওরা আরো বেশি কিছু চায়। কী চায় ওরা?

এমন সব প্রশ্নের জবাব পেতেই মানুষখেকো। বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ ফারুক। মূল্য রাখা হয়েছে ২১০ টাকা।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।