বইমেলায় কবিতা-ছোটগল্পের সংকলন পেন্সিল


প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

তরুণ ও নবীন লেখকদের ৯৩টি কবিতা ও ২৭টি ছোটগল্প নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবিতা ও ছোটগল্পের  সংকলন পেন্সিল। এ সংকলন গ্রন্থটি এবারের বইমেলায় প্রকাশ করেছে সুবর্ণ প্রকাশনী। পাওয়া যাচ্ছে ৫৬৬ নং স্টলে।

বইটি সম্পর্কে প্রকাশকের মত, লেখালেখিতে লেখকবৃন্দ নতুন হলেও তাদের লেখায় পরিপক্কতার ছাপ সুস্পষ্ট। প্রতিটি কবিতা এবং গল্পে তারা তাদের মুন্সিয়ানার ছাপ রাখতে পেরেছেন।

মূলত ফেসবুককেন্দ্রিক তরুণ লেখকদের লেখালেখিতে উদ্বুদ্ধ করার প্রয়াস নিয়ে  ‘পেন্সিল’ নামক এ প্লাটফর্মের যাত্রা শুরু হয়।  সাহিত্য ও ফটোগ্রাফিসহ নানাবিধ মৌলিক বিষয়াবলী নিয়ে এখানে তরুণ লেখকবৃন্দ তাদের চিন্তাভাবনা তুলে ধরেন এবং এ সম্পর্কিত  নানা আলোচনা, সমালোচনা বা গঠনমূলক মতামতে অংশ নিয়ে নিজেকে যেমন সমৃদ্ধ করতে পারেন তেমনিভাবে অপরাপর লেখকবৃন্দকে আরো নতুন নতুন লেখা লিখতে উৎসাহিত করে থাকেন।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।